এফডিসি গেটে ভক্তদের কবলে হিরো আলম, উদ্ধার করল পুলিশ

স্বঘোষিত নায়ক হিরো আলম এসেছিলেন এফডিসিতে। ঢোকার মুখেই তিনি বাধা পান বিপুল পরিমাণ জনতার হাতে। না, এরা হিরো আলমকে ঠেকাতে আসেন নি। এরা হলেন হিরো আলমের ভক্ত সেলফি শিকারী। ভক্তদের চাপে রীতিমতো ত্রাহি মধুসূদন অবস্থা হয়েছিল হিরো আলমের। শেষে বাধ্য হয়ে পুলিশের সহায়তায় ভক্তকুলের হাত থেকে আপাত রক্ষা পান তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) এই ঘটনা ঘটে। উল্লেখ্য, এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
নতুনসময়/আইকে