ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


নওয়াজের নাচে অবাক সানি লিওন (ভিডিও)


২৫ অক্টোবর ২০১৯ ০৫:৪৭

জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর পরবর্তী সিনেমা মতিচুর চাকনাচুর। সিনেমার ‘বাতিয়া বুজাদো’ গানে লাস্যময়ী অভিনেত্রী সানি লিওনের সঙ্গে নেচেছেন তিনি।

এই গানের কম্পোজ করেছেন রামজি গুলাটি। গেয়েছেন জ্যোতিকা টাংরি। গানে নওয়াজউদ্দিনের নাচের দক্ষতায় অবাক হয়েছেন সানি লিওন।

এ অভিনেত্রী বলেন, শোনার পর থেকেই এই গানে মজে গেছি। এর আকর্ষণীয় সুর আপনাকে মুগ্ধ করবে। ‘বাতিয়া বুজাদো’ একটি ড্যান্স সং এবং নিশ্চিত সকল অনুষ্ঠানের গানের তালিকায় এটি জায়গা পাবে। প্রথমবারের মতো নওয়াাজের সঙ্গে পর্দায় হাজির হয়েছি। অনেক মজার অভিজ্ঞতা হয়েছে এবং খুবই উপভোগ করেছি। তার নাচের দক্ষতা দেখে আমি অবাক হয়েছি। দর্শকরাও দেখতে পাবেন।

প্রবাসী যুবককে বিয়ে করতে আগ্রহী একটি মেয়ে ও বিয়ের জন্য মরিয়া এক যুবকের গল্প নিয়ে মতিচুর চাকনাচুর সিনেমার কাহিনি তৈরি হয়েছে। এতে যুবকের ভূমিকায় নওয়াজউদ্দিন ও মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন আথিয়া শেঠি। দেবমিত্র বিসওয়াল পরিচালিত এই সিনেমা আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে।

নতুনসময়/আইকে