ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ভারতের আসাম মাতাবেন এবার অপু বিশ্বাস


২১ অক্টোবর ২০১৯ ০৭:১৮

ফাইল ফটো

এবার ভারতের আসাম মাতাবেন অভিনেত্রী অপু বিশ্বাস। এই অভিনেত্রী ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইনখ্যাত এক দশকের বেশি সময়ে প্রায় একশ সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

আজ সন্ধ্যায় তিনি আসামের বরপেটা জেলার সুরুপেটা চাউলিয়াবাড়ি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্ফম করার কথা রয়েছে। অনুষ্ঠানে কোরিওগ্রাফী করবেন বাংলাদেশর ফ্লাই ফারুক। আগামীকাল ঢাকা ফিরবেন এই নায়িকা।

অপু বিশ্বাস তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র শুটিং শেষ হয়েছে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় এখন রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

নতুনসময়/এসএম