প্রেমিকের সঙ্গে পিয়া বিপাশার অন্তরঙ্গ ছবি প্রকাশ

জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। নিজের ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন এই অভিনেত্রী। সেই ছবিতে দেখা যাচ্ছে, তার প্রেমিক পিয়াকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। একে অপরকে আলিঙ্গনরত অবস্থা দেখা যায় তাকে।
ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। আমার হায়াতি। আলহামদুলিল্লাহ।’
তবে এখনও প্রেমিকের নাম-পরিচয় প্রকাশ করেননি পিয়া বিপাশা। সম্প্রতি এই বিদেশি প্রেমিকের সঙ্গে বাগদানও সেরেছেন পিয়া বিপাশা। চলতি বছরের ২১ জুলাই বাংলাদেশে তাদের আংটি বদল হয়েছে।
পিয়া বিপাশা জানান, পরিবারের পছন্দেই বিয়ে করছেন তিনি। তার হবু বর বাংলাদেশের নাগরিক নন, তিনি ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করেন।
উল্লেখ্য, এর আগেও বিয়ে করেছিলেন পিয়া বিপাশা। তবে সে সংসার টেকেনি। তার একমাত্র মেয়ে সোহা ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) গ্রেড টুতে পড়ে। বিয়ের পর আর মিডিয়াতে কাজ করবেন না পিয়া। দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
নতুনসময়/আইকে