ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


যে গানগুলো কখোনও হারিয়ে যাবে না


২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩০

ছবি প্রতীকি

বাংলাদেশে কালজয়ী কিছু গান রয়েছে যেগুলা কখনও হারিয়ে যাবে না। মানুষের মুখে মুখে রয়ে যাবে এই গানগুলো চিরজীবন।

‘আমি কার জন্য পথ চেয়ে রবো, আমার কি দায় পড়েছে?’ নায়িকার এমন কথার জবাবে নায়কের উত্তর, ‘আমার অনেক কাজ ছিল তাই তো আসতে দেরি হয়েছে, কিছু মনে কোরো না’। আজিজুর রহমানের পরিচালনায় ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ‘অমর প্রেম’ ছবির গান। ছবির মতো গানটিও অমর হয়ে আছে। রাজ্জাক-শাবানা জুটির কথা এলেই চলে আসে এই গানের প্রসঙ্গ। কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান ও খন্দকার ফারুক আহমেদ। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটিতে সুর দেন সত্য সাহা।

অপরদিকে ভারতের কন্ঠশিল্পি হেমন্ত মুখোপাধ্যায় এর ‘আমি দূর হতে তোমারেই দেখেছি‘ এই গানটি সমগ্র বাংলার মানূষের মুখে মুখে একসময় ছিলো। যেটা কখনও মুছে যাওয়ার নয়।

জনপ্রিয় ওপরের দুইটি গানের কলি একসাথে গেয়ে পূর্ণিমা নামের এক কন্ঠশিল্পী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে দিয়েছে। নিচে ভিডিও দেয়া হলো চাইলে মন ভালো করার জন্য শুনতে পারেন গানগুলো।