ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


হিন্দি-ইংরেজি ছাড়া কথাই বলছেন না রাণু


২৩ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪০

ফাইল ছবি

রাণু এখন ধরা-ছোঁয়ার বাইরে। যে মহিলাকে কিছুদিন আগেও ‘পাগল’ বলে সম্বোধন করা হত। স্টেশনে বসে থাকতেন। নিজের মতো গান করে যেতেন। সেই রাণু মণ্ডলই রাতারাতি এখন স্টার। বলিউডের ছবিতে সঙ্গীত হিমেশ রেশামিয়ার সঙ্গে গান রেকর্ডের পর রাণুর কথা বলার ভঙ্গি বা চালচলনেও অনেক পরিবর্তন এসেছে।

সামনে ব্যস্ত শিডিউল। তার মধ্যেই আবার দক্ষিণী ছবিতেও গান করার সুযোগ পেয়েছেন। অনেক দেরিতে হলেও ভাগ্য ফিরেছে রাণুর। এখন খ্যাতির শিখরে তিনি। যেখানেই যাচ্ছেন, সেখানে হিন্দিতেই কথা বলছেন। মুম্বই থেকে ফিরে নিজের স্কুলে সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রাণু।

সেখানে মাঝেমধ্যে আবার ইংরেজীতেও কথা বলতে শোনা গিয়েছে রাণুকে। স্কুলে এসে কেমন লাগছে? এ প্রশ্নের উত্তরে রাণু বলেন, ‘ভেরি নাইস’! মুম্বই থেকে পশ্চিমবঙ্গে ফিরে রাণুর মুখে এখন শুধু হিন্দি আর ইংরেজিতে কথা। যদিও হিন্দিটা খুব একটা ভাল তিনি বলতে পারেন না। কিন্তু শুধু নিজের স্কুলেই নয়, সব জায়গাতেই রাণু এখন বাংলার বদলে হিন্দিতে কথা বলতেই বেশি স্বচ্ছন্দ। বাংলা যেন বলতেই ভুলে গিয়েছেন তিনি! রাণুকে নিয়ে ছবিও করতে চলেছেন বাঙালি পরিচালক হৃষিকেশ মণ্ডল।