মৌসুমী চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে লড়বেন এবার

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী। এদিকে চলতি বছরের মে মাসে সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এ মাসেই তফসিল ঘোষণা করা হবে বলে জানান বর্তমান সভাপতি মিশা সওদাগর।
জানা গেছে, চিত্রনায়ক সাইমন সাদিক সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। প্যানেলে অন্যান্য কারা থাকছেন তা পরে জানানো হবে। শোনা যাচ্ছে, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, পপিসহ একঝাঁক তারকা শিল্পী একই প্যানেল থেকে বিভিন্ন পদে নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকার স্বামী চিত্রনায়ক ওমর সানী। গণমাধ্যমকে মৌসুমী বলেন, শিল্পীরা আমার আপনজন। তাদের জন্য আরও ভালোভাবে কাজ করার লক্ষ্য এবার সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। অনেকেই চাইছে তাই নির্বাচনে অংশ নেবার বিষয়ে মত দিয়েছি। তফসিল ঘোষণার পর প্যানেলের বিষয়ে সবকিছু জানাতে চাই।
সবশেষ পাওয়া তথ্য মতে শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খানও শক্তিশালী প্যানেল তৈরি করছেন। সবমিলে এবারের নির্বাচন বেশ জমজমাট হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।