ঢেলে দেই এর ইংরেজী অনুবাদ ভিডিও

কখনও কি ভেবেছেন ঢেলে দেই, পরিবেশটা সুন্দর না, কোন হৈচৈ আছে, চা খাবেন, ইত্যাদি বাক্যগুলোকে ইংরেজীতে অনুবাদ করলে কিরকম শুনাবে? ভাইরাল হওয়া এই কথাগুলোকে ইংরেজীতে শুনে অনেক দর্শক সারা দিয়েছেন।
আলোচিত সমালোচিত তাহেরীর ভাইরাল হওয়া সকল বাক্যগুলোকে ইংরেজীতে অনুবাদ করলেন সহজ সল্যুশন নামের এক ইউটিউব চ্যানেল। যেখানে তাহেরীর ঢেলে দেই, পরিবেশটা সুন্দর না, কোন হৈচৈ আছে, চা খাবেন, ঢেলে দেই ইত্যাদি ভাইরাল হওয়া বাক্য গুলোকে ইংরেজীতে অনুবাদ করে ভিডিও তৈরী করা হয়েছে।
ইংরেজী অনুবাদ হওয়া ভিডিওটি নিচে দেওয়া হলো: