ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নানি হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন


৯ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৫৫

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন নানি হতে যাচ্ছেন। সম্প্রতি রাভিনার মেয়ে ছায়ার বেবি শাওয়ারের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়।

আর এই ছবিগুলো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রাভিনা ট্যান্ডনের এক বন্ধু। ক্যাপশনে তিনি লিখেছেন, হবু নানিকে শুভেচ্ছা। নিঃস্বার্থ ভালোবাসা দেখাও তুমি। দত্তক নেয়া সন্তানের বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেছ কত যত্ন নিয়ে। দারুণ আয়োজক তুমি। আমিও ভালো খালা হব আশা করছি। তোমাকে নিয়ে গর্বিত।’

বন্ধুর করা পোস্টে ধন্যবাদ জানিয়েছেন রাভিনা। ১৯৯৫ সালে পূজা এবং ছায়া নামের দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন রাভিনা। সেসময় পূজার বয়স ছিল ১১ এবং ছায়ার ৮ বছর। রাভিনা ট্যান্ডন তখনও বিয়ে করেননি।
এরপর ২০০৪ সালে রাভিনা অনিল থাদানিকে বিয়ে করেন এবং দুই সন্তান রাশা ও রণবীরের জন্ম হয়।

১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ছবির মাধ্যমে বলিউডে অভিষেক রাভিনার। রাভিনাকে নব্বইয়ের দশকে দিলওয়ালে, মোহরা, খিলাড়িওঁ কা খিলাড়ি, জিদ্দী’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন।

নতুনসময়/আইকে