ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সাগরে ডুব মারলেন সাবেক বিশ্বসুন্দরী


৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৬

বলিউড তারকা সুস্মিতা সেন কীভাবে নিজেকে চিরসবুজ ও আকর্ষণীয় রাখা যায় তা দীর্ঘ বছর ধরেই শেখাচ্ছেন। এবার ভক্তদের জন্য নতুন আরো একটি বিষয় নিয়ে এসেছেন তিনি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী শিখেছেন স্কিন ডাইভ। রোমাঞ্চকর এ মুহূর্ত তিনি শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের উদ্দেশেও। ইনস্টাগ্রামে তোলপাড় ফেলে দেওয়া ওই ভিডিওতে সাবেক বিশ্বসুন্দরীকে কালো রঙের বিকিনি পরিহিত অবস্থায় দেখা যায়।


ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ৪৩ বছর বয়সে স্কিন ডাইভ শিখছি। কোনোকিছু শুরু করার জন্য সময় কখনোই শেষ হয়ে যায় না। শুরু করতে কেবল দৃঢ় পদক্ষেপ ও আত্মবিশ্বাস প্রয়োজন। বাকিটুকু প্রাকৃতিকভাবেই হয়। যতক্ষণ না আমার সন্তুষ্টি এসেছে, ততক্ষণ অবধি আমি সাগরে স্কিন ডাইভ করেছি।

নতুনসময়/আইকে