ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


বদলে গেল নায়ক–নায়িকা


২২ আগস্ট ২০১৯ ০১:৩৯

ছবি সংগৃহিত

সাত মাস আগের খবর, ‘জিন’ সিনেমায় অভিনয় করবেন রোশান ও পূজা। ২৬ আগস্ট ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। তার আগে জানা গেল, এই ছবিতে অভিনয় করবেন সজল আর পিয়া বিপাশাও। নতুন এই দুই অভিনয়শিল্পীর আগমনে অদলবদল হয়ে যায় নায়ক-নায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের সিদ্ধান্তে ‘জিন’ ছবিতে নতুনভাবে জুটি হচ্ছেন রোশান ও পিয়া বিপাশা এবং সজল ও পূজা চেরি। মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন শিল্পী ও প্রযোজক উভয়ে।

সজল এর আগে দুটি ছবিতে অভিনয় করেছেন। একটি ‘নিঝুম অরণ্যে’ ও অন্যটি ‘রানআউট’। এটি তাঁর ৩ নম্বর সিনেমা। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো সজলের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন পূজা। আর অন্যদিকে ‘বেপরোয়া’ দিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা রোশানের সঙ্গে প্রথম জুটি বাঁধতে যাচ্ছেন পিয়া বিপাশা।
জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। এরই মধ্যে নায়িকা হিসেবে চারটি ছবিতে অভিনয় করা হয়েছে তাঁর। আর মডেলিং ও টেলিভিশন নাটকে অভিনয় করে আলোচনায় আসা পিয়া বিপাশা ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জিন’ ছবিটি নির্মিত হতে যাচ্ছে। ছবিটির পরিচালক নাদের চৌধুরী। জুটি বদলে যাওয়ার কারণ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন প্রথম আলোকে বলেন, ‘এটা আসলে গল্পের কারণে। শুরুতে গল্পটা এক রকম ছিল আর এখন তা বদলে গেছে। তাই গল্পের কথা চিন্তা করে জুটি বদল হয়েছে।’

অবশেষে ছবির শুটিং শুরু হওয়ার খুশি রোশান। বললেন, ‘প্রেক্ষাগৃহে এখনো বেপরোয়া ছবিটি চলছে। দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। এর মধ্যে অনেক দিন আগের ছবির শুটিং শুরুর খবর আনন্দের। গল্প শুনে মনে হয়েছে, দারুণ একটা সিনেমা দর্শকেরা উপহার পেতে যাচ্ছে। আমার চরিত্রটি নিয়ে স্যাটিসফাইড।’

মঙ্গলবার সজলের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তিনি উত্তরায় একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। বললেন, ‘আমাকে গল্পটা শোনানোর পর ভালো লাগে। আমার চরিত্রটিও ঠিকমতো বুঝে পেয়েছি, তাই কাজটি করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’
সজল ও পিয়া বিপাশার ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলিমুল্লাহ খোকন বলেন, ‘আসলে সিনেমায় নতুনত্ব দরকার। আমরা সব সময় দর্শকদের ভিন্ন কিছু উপহার দিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় এবার সজল ও পিয়া বিপাশাকে নিয়ে কাজ করা।’
টাঙ্গাইলে একটানা ছবিটির দৃশ্যধারণের কাজ শেষ করা হবে বলে জানান তিনি।