ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


যেভাবে ভক্তের প্রেমে পড়ে বিয়ের পিঁড়িতে রাখি


৬ আগস্ট ২০১৯ ০৭:১৮

অবশেষে বিয়ের বিষয়টা স্বীকার করলেন ভারতের বিতর্কিত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। স্বামী রিতেশ তার একজন ভক্ত। একটি মেসেজের সূত্র ধরে তার সঙ্গে প্রেম এবং অতঃপর বিয়ে। এমনটাই জানিয়েছেন রাখি।

তিনি বলেন, আমার ফ্যানদের থেকে প্রচুর মেসেজ আসে প্রতিদিন। সব যে সব সময় পড়া হয় তা নয়। একদিন আমি খুব মনমরা ছিলাম। তখনই দেখলাম একটি মেসেজ এল, এত মনমরা হয়ে আছো কেন? আমি খুব অবাক হয়ে লিখলাম যে, কী করে বুঝলে। তখন সে লেখে যে আমি অনেকদিন ধরেই আপনার ফ্যান। আপনার মন খারাপ হলে সেটা বুঝতে পারি। সেইদিন থেকেই আমি তার প্রেমে পড়ে যাই। আমি তখনই জানতাম যদি কোনোদিন বিয়ে করি তবে ওকেই করব।

বিয়ের খবরটা কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন রাখি, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ভয় পেয়েছিলাম যে আর যদি কাজ না পাই। ইন্ডাস্ট্রিতে আগে আমি দেখেছি যে বিয়ের পরে মেয়েরা কাজ পায় না। দীপিকা বা প্রিয়াঙ্কার মতো বড় তারকাদের কোনও সমস্যা হয় না। ওরা কাজ পাবেই। কিন্তু আমি আইটেম ডান্সার। আমার বিষয়টা আলাদা। কিন্তু এখন আমি আর সে সব নিয়ে ভাবছি না। আমি খুব সুখী।