এবার নগ্ন হওয়া নিয়ে মুখ খুললেন জেরিন

‘বীর’ ছবির মধ্য দিয়ে ২০১০ সালে বলিউডে অভিষেক হয়েছিলো নায়িকা জেরিন খানের। প্রথম ছবিতে নায়ক হিসেবে পান বলিউডের ভাইজান সালমান খানকে। এরপর তার অভিনীত ‘হাউসফুল-২’ ছবিটিও ব্যবসা সফল হয়। ‘হেট স্টোরি-৩’ ছবিতে জেরিন ইমেজ ভেঙ্গে হাজির হন আবেদনময়ীরূপে। এ ছবিতে ব্যাপক খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন।
সর্বশেষ এ নায়িকা অভিনয় করেছেন ‘১৯২১’ শিরেনামের ভৌতিক ছবিতে। সেটাও মুক্তি পেয়েছে গত বছর। কিন্তু অবাক করার বিষয় হলো এ বছর জেরিনের হাতে কোন ছবি নেই। এখন পর্যন্ত কোন ছবি হাতে পাননি এই নায়িকা। তবে কামব্যাক করার জন্য জন্য মুখিয়ে আছেন তিনি। নিজেকে আরো ভালোভাবে তৈরি করছেন। বলছেন ছবির প্রয়োজনে তার ন’গ্ন হতেও আপত্তি নেই।
জেরিন বলেন, সত্যি বলতে আমার হাতে এখন কোনও কাজ নেই। তবে কাজের জন্য নিজেকে বেশ প্রস্তুত করেছি আমি। এখন শারীরিকভাবে আমি অনেক বেশি ফিট। যে কোনও পোশাক পড়ে আমি কাজ করতে আগ্রহ প্রকাশ করছি। যদি চরিত্রের খাতিরে ন’গ্ন হতেও হয় তাতে আপত্তি নেই আমার। তবে এমন কাজ করতে চাই যে সে কাজ আমাকে সারাজীবন মনে রাখতে পারবো।