ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


এবার গৌরির সঙ্গে বড় পর্দায় শাহরুখ


২৮ জুলাই ২০১৯ ১৯:১৩

ছবি সংগৃহিত

বলিউড বাদশাহ শাহরুখ খানের সময় খুব একটা ভালো যাচ্ছে না। পর পর একাধিক ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়াতে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। নতুন ছবিতে কাজ করবেন কিনা তা নিয়েও বেশ দ্বিধা-দ্বন্দ্বে আছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, পরিচালক ও প্রযোজক করণ জোহরের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে পারেন শাহরুখ। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির পরিচালক পুনিত মালহোত্রার পরিচালনা ও করণ জোহরের প্রযোজনায় নতুন ছবিতে শাহরুখকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

এও শোনা যাচ্ছে, ছবির প্রধান আকর্ষণ নাকি শাহরুখের স্ত্রী গৌরি খান। প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বড় পর্দায় হাজির হবেন তিনি। তবে গৌরিকে কি ভূমিকায় দেখা যাবে তা এখনও জানা যায়নি।

কেউ কেউ বলছেন, দর্শকদের সিনেমা হলের আনার জন্য কৌশল হিসেবে গৌরিকে বড় পর্দায় আনতে চাইছেন শাহরুখ।
করণ জোহরের পরিচালনায় আগেও অনেক হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। একসঙ্গে শাহরুখ-করণ জুটি আবারও হিট ছবি উপহার দেবেন প্রত্যাশা ভক্তদের।