শুটিংয়ে আহত বাপ্পি চৌধুরী

ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী শুটিংয়ে আহত হয়েছেন। ‘ডেঞ্জার জোন’ ছবির শুটিংয়ে ঝুঁকিপূর্ণ একটি দৃশ্যের কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যান এই নায়ক।
এ ব্যাপারে বাপ্পির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউনিটের এক সহকারী তা রিসিভ করেন। তিনি জানান, প্রাথমিক চিকিৎসার পর নায়ক বাপ্পি বিশ্রামে আছেন। এখন তিনি ঘুমাচ্ছেন। আগের চেয়ে ভালো আছেন। সন্ধ্যায় ঢাকার বড় কোনও হাসপাতালে নিয়ে তার চিকিৎসা দেয়া হবে। আপাতত ছবির শুটিং বন্ধ রয়েছে।
জানা গেছে, একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পি ও জলি। যেখানে বাপ্পির কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পি। কিন্তু কোমরে বাঁধা সুতোর টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। এতে করে বাপ্পির মাংসপেশিতে মারাত্মক টান লাগে। গাজীপুর জাতীয় উদ্যানে চলছিল ছবির শুটিং।