ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


প্রশংসিত ‘ড্রিম গার্ল’


২৪ জুলাই ২০১৯ ২২:০৭

ছবি সংগৃহিত

ইউটিউব ভিউর মাধ্যমে বর্তমানে গান ও নাটকের মান তথা শ্রোতা-দশর্কপ্রিয়তা নির্ণয় করা হচ্ছে।

সম্প্রতি বিউ শুভ’র পরিচালনায় অপূর্ব-মেহজাবিন অভিনীত ‘ড্রিম গার্ল’ নাটকটি প্রকাশিত হয়। প্রকাশের প্রথম দিনেই ১০ লাখের বেশি দর্শক উপভোগ করেছে নাটকটি। যা সচরাচর খুবই কম হয়। এমন সাফল্যে ‘ড্রিম গার্ল’ সংশ্লিষ্ট সবাই বেশ উচ্ছ্বসিত।

নাটকের সাফল্য প্রসঙ্গে পরিচালক বিউ শুভ বলেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না। এক দিনে এক মিলিয়ন ভিউ হাতেগুনা কয়েকটা নাটক হয়তো হয়েছে। আমার দৃষ্টিতে ‘ড্রিম গার্ল’ মেগাহিট। কৃতজ্ঞতা বাবুল ভাই ও সংশ্লিষ্ট সকলের প্রতি।’

সাউন্ডটেক কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘নাটকটির সাফল্যে আমি নিজেই অবাক। কারণ এই প্রথম আমাদের কোনও কন্টেন্ট এক দিনে এক মিলিয়ন ভিউ হয়েছে। এটিই সত্যিই অনেক আনন্দের। অবশ্য কাজ ভালো হলে প্রশংসিত হয়, হবেই।’