প্রভাসের প্রেমে শ্রদ্ধা কাপুর

‘বাহুবলি’ তারকা প্রভাস সম্পর্কে জানার কৌতূহল ভক্তদের বেশিই। নায়কের যাবতীয় আপডেট জানতে চান ভক্তরা।
আনুশকা শেঠির সঙ্গে প্রভাসের প্রেমের গুঞ্জন শোনা যায়। এবার সেসব গুঞ্জন পেছন ফেলে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। আর তা হলো বলিউডে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধে শাহো-তে একেবারে নতুন চমক দিতে চলেছেন প্রভাস।
‘শাহো’ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে। বাহুবলি’র মতো এই ছবিটিও অ্যাকশন ঘরানার। পরিচালনা করেছেন সুজিত। এই ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি বাস্তব জীবনেও তাদের রসায়ন জমে উঠেছে।
এদিকে এই মুহূর্তে ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’র প্রস্তুতিতে ব্যস্ত আছেন শ্রদ্ধা। ছবির জন্য নাচের অনুশীলনের সময় চোটের শিকার হলেন তিনি।
মুম্বাইতে চলছে ছবির শেষ অংশের রিহার্সাল। সেখানে নাচের অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পান শ্রদ্ধা। এর আগে ঘাড় ও কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান অভিনেত্রী নিজেই। লেখেন, ‘পায়ের চোট সারাচ্ছেন সেটের ফিজিওথেরাপিস্ট.. প্রথমে ঘাড় ও কাঁধ, আর এবার পা। সাহায্যের জন্য তুমিই আছো। ধন্যবাদ।’