এবার চুমু দিয়ে বাজিমাত করলেন সেই প্রিয়া

মনে আছে সেই প্রিয়া প্রকাশকে। যার চোখ মারার একটি ভিডিও সবাইকে মুগ্ধ করেছিল। তামিল সিনেমা ‘ওরু আদর লাভ’-এ ক্লাসমেটের সঙ্গে ভ্রু নাচানোর সেই দৃশ্যটির এত সহজে ভুলে যাবার কথা না।
আর সেই ভিডিওর মধ্যে দিয়ে এক জোড়া যুবক-যুবতী রাতারাতি আলোচনায় এসেছিলেন। আলোচনার সবটুকু আলো নিজের দিকেই কেড়ে নিয়েছিলেন প্রিয়া। এরপর বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সেখানেও হয়েছেন আলোচিত। সম্প্রতি এই লাস্যময়ী ভাইরাল হয়েছেন নতুন করে।
সেখানে তাকে দেখা যাচ্ছে ‘ওরু আদর লাভ’ ছবির সিনেম্যাটোগ্রাফার সিনু সিদ্ধার্থের সঙ্গে। তারা নির্জনে বসে চুমু খাচ্ছেন। তবে সেখানে রয়েছে চমক।
শেষ পর্যন্ত চুমু না খেয়ে অবশ্য হাতে ধরে থাকা পানির বোতলে চুমুক দিয়েছেন সিনু। তাতে বেশ রেগে গেলেন প্রিয়া। আর এই প্রাঙ্ক ভিডিওটা বেশ পছন্দ করেছেন দর্শক।