ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


সুসংবাদ দিলেন নুসরাত


২১ জুলাই ২০১৯ ১৯:৩৭

ছবি সংগৃহিত

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান অভিনয় জগত থেকে পাকাপোক্তভাবে রাজনীতিতে নাম লিখিয়েছেন। বর্তমানে বসিরহাটের নবনির্বাচিত তৃণমূল সাংসদ তিনি। ইতোমধ্যে বিয়ের কাজটিও সেরে ফেলেছেন। এবার নতুন সুসংবাদ দিলেন তিনি।

হয়তো ভাবছেন নুসরাতের ঘরে নতুন অতিথি আসবে? ভুল। বিয়ের পর নতুন ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম এই খবর জানায়। যদিও বিয়ের পর গুজব উঠেছিল রাজনীতিতে জড়ানোর কারণে আর কোনো ছবিতে কাজ করতে পারবেন না নুসরাত।

তবে খুব শিগগির শুটিং ফ্লোরে ফিরবেন অভিনেত্রী। তার নতুন ছবির নাম ‘অসুর’। পরিচালনা করছেন ‘রসগোল্লা’ খ্যাত পরিচালক পাভেল। ছবির কেন্দ্রীয় চরিত্রে নুসরাত ছাড়াও আছেন আবির চট্টোপাধ্যায় ও জিৎ। শুটিং শুরু হবে আগস্টের প্রথম দিকে।

কলকাতা, বোলপুরে ছবির শুটিং হবে। ছবি প্রসঙ্গে পরিচালক পাভেল ভারতীয় বলেন, ‘অসুর’ তিন বন্ধুর প্রেম-ভালোবাসার কাহিনি। এখানে তিন বন্ধুর সম্পর্কের পেছনে তাদের শিল্পকলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছবিতে জিৎ একেবারে অন্যরকম লুকে হাজির হবেন। তবে নুসরাতের পক্ষ থেকে এখনও কোনও ঘোষণা পাওয়া যায়নি।