ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


বিয়ের আগেই বাবা হলেন অর্জুন!


২০ জুলাই ২০১৯ ০৪:১৮

বি-টাউনে যেন নেমে এসেছে বিয়ের মৌসুম। একের পর এক বিয়ে হচ্ছে, আর সেই দম্পতিকে যে যেখানে পাচ্ছেন জানতে চাওয়া হচ্ছে কবে বাবা-মা হচ্ছেন? তবে অর্জুন রামপাল আর গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে ঘটেছে পুরো উল্টো! যখন জানা গেল তারা বাবা-মা হচ্ছেন, তখন তাঁদের কাছে জানতে চাওয়া হয় কবে বিয়ে করবেন? অর্জুন রামপাল সাফ জানিয়ে দিয়েছেন, এখনো কোনো তাড়া অনুভব করছি না। এবার বিয়ে না করেই বাবা-মা হয়েছেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে মুম্বাইর হিন্দুজা হাসপাতালে ভর্তি হন গ্যাব্রিয়েলা। তার হাসপাতালে ভর্তির কথা শুনে হাসপাতালে হাজির হন অর্জুন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে মাহিকা আর মায়রা।

এদিকে মেয়ের পাশে থাকার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছেন গ্যাব্রিয়েলার বাবা-মা। গতকাল হাসপাতালের বাইরে দেখা গেছে তাদের।

অর্জুন রামপাল আর গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস এরই মধ্যে তাদের ছেলের জন্য নামের তালিকা তৈরি করেছেন। তার মধ্য থেকে তিনটি নাম আলাদা করে রেখেছেন। শিগগিরই একটি নাম চূড়ান্ত করা হবে।

এর আগে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেন, তার দুই মেয়েই ভালবেসে আপন করে নিয়েছে তার প্রেমিকাকে। আর তারা গ্যাব্রিয়েলাকে পরিবারেরেই একজন সদস্য মনে করেন তার দুই মেয়ে।

ভালোবাসা আর কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা এই ঘোষণা দিয়ে ২০১৮ সালের ২৮ মে মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানেন বলিউডের জনপ্রিয় তারকা অর্জুন রামপাল। এরপর হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজানের সঙ্গে তার সম্পর্কের গল্প নিয়ে সরব হয় বলিউড। কিন্তু সবকিছু ছাপিয়ে অর্জুন রামপালের জীবনে আসে নতুন নারী। তিনি গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস, দক্ষিণ আফ্রিকার মডেল। অভিনয় করেছেন হিন্দি ও তেলেগু ছবিতে।

চলতি বছর এপ্রিলেই প্রথম গ্যাব্রিয়েলার প্রেগনান্সির কথা ঘোষণা করেন অর্জুন। তিনি লেখেন, তোমাকে পেয়ে আমি ধন্য। বেবির জন্য ধন্যবাদ বেবি।

এক বছর আগেই মিউচুয়াল ফ্রেন্ডের মারফত আলাপ হয়, অর্জুন-গ্যাব্রিয়েলার। দক্ষিণ আফ্রিকান মডেলের সঙ্গে সম্পর্কের বিষয়ে বরাবরই খোলামেলা থেকেছেন অর্জুন। এই মূহুর্তে দ্য ফাইনাল কল নামের এক ওয়েব সিরিজের শ্যুটে ব্যস্ত তিনি।