ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


প্রভাস-শ্রদ্ধার ‘সাহো’র মুক্তি পেছাল


১৮ জুলাই ২০১৯ ২০:৩০

ছবি সংগৃহিত

প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন প্রভাস ও শ্রদ্ধা কাপুর। তাদের সাহো নিয়ে এমনিতেই প্রচুর চর্চা শুরু হয়েছে। তবে বলিউড সূত্রে খবর, ছবির মুক্তি ১৫ অগস্ট থেকে পিছিয়ে ৩০ অগস্ট করা হচ্ছে।

জানা গেছে, ওই দিন দুটি বিগ বাজেটের তেলুগু ছবির মুক্তি রয়েছে। বক্স অফিসে সেই ক্ল্যাশ এড়াতেই নাকি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। রনঙ্গরম ও এভারু নামের দুটি ছবির মুক্তি ১৫ অগস্ট।

ওই দিন অবশ্য বলিউডের দুটি ছবিরও মুক্তি রয়েছে। অক্ষয় কুমারের মিশন মঙ্গল ও জন আব্রাহামের বাটলা হাউজেরও মুক্তি স্বাধীনতা দিবসে। এসবের কথা মাথায় রেখেই হয়তো সাহোর মুক্তি পিছিয়ে দিয়েছেন ছবি নির্মাতারা।