ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বিয়ে ছাড়াই মা হচ্ছে অক্ষরা


১৮ জুলাই ২০১৯ ০৭:১২

ভারতের কিংবদন্তী অভিনেতা কমল হাসানের দুই কন্যাই অভিনয়ে নাম লিখিয়েছেন অনেক আগেই। বলিউড বা তামিল দুই জগতে সুপ্রতিষ্ঠিত তারা। শ্রুতি ওবং অক্ষরা নিজগুণেই জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে।

তবে ইদানীং শোনা যাচ্ছে অক্ষরা নাকি মা হতে চলেছেন! কিন্তু বিয়ের কোনো খবরই মিডিয়াতে আসেনি। না ভয় পেয়ে যাবেন না, বাস্তবে এমন কিছুই নয়!

একটি তামিল সিনেমার এমনই চরিত্রে দেখা যাবে তাকে। 'মিস্টার কেকে' তে তাকে একজন গর্ভবতীর চরিত্রে দেখা যাবে। এখানে অক্ষরার বিপরীতে অভিনয় করছেন চিয়ান বিক্রম। সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার ট্রেলার।

বক্স অফিসে খুব বেশি সাফল্য পাননি এই তেলুগু অভিনেতা। তবে তার অভিনয় প্রশংসিত। এছাড়াও এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও দুটি সিনেমায় জুটি বেঁধেছেন অক্ষরা আর বিক্রম।


নতুনসময়/এমএন