লন্ডন চলে যাচ্ছেন সোনম কাপুর

গত বছর ৮ মে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সোনম কাপুর। আনন্দ পাকাপাকি ভাবে তার লন্ডনের বাড়িতেই থাকেন। সেকারণে সোনম কখনও লন্ডন তো কখনও মুম্বাইয়ে কিংবা শ্বশুরবাড়ি দিল্লীতে যাতায়াত করেন। বি-টাউনে গুঞ্জন মুম্বাই ছেড়ে এবার পাকাপাকিভাবেই নাকি লন্ডনে বসবাস শুরু করবেন বলে ঠিক করেছেন সোনম কাপুর।
অনেকদিন ধরে শোনা যাচ্ছিল, সোনম মুম্বাই ছেড়ে লন্ডনে বসবাস শুরু করতে পারেন। মুম্বাইয়ে এক রিয়েল এস্টেট সংস্থা সূত্রে খবর মিলেছে, মুম্বাইয়ে ধীরুভাই আম্বানি স্কুল সংলগ্ন বান্দ্রা কুরলা কমপ্লেক্সে তার ৩৫ কোটির বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিতে চাইছেন সোনম। বদলে সোনম নাকি লন্ডনের নটিং হিলে একটি বড় ফ্ল্যাট কেনার জন্য খোঁজ খবর শুরু করেছেন।
আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর সোনম দাম্পত্য জীবনে যে ভীষণ সুখী সেবিষয়ে কোনও সন্দেহ নেই। মাঝে মধ্যে আনন্দ আহুজার সঙ্গে নানান ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় সোনমকে। কিছুদিন আগে জাপানের টোকিওতে আনন্দ আহুজার সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল অনিল কন্যা সোনমকে।