গোত্র’র দারুণ জুটি তারা

উইনডোজ প্রোডাকশনের ছবি 'গোত্র'-তে জুটি বেঁধেছেন মানালি দে ও নাইজেল আকারা। ইতিমধ্যেই 'গোত্র'র টিজারে মানালি ও নাইজেলের চরিত্র দুটির সঙ্গে আলাপ হয়েছে। শ্রেয়া ঘোষালের গাওয়া 'গোত্র'র গানে ধরা পড়েছে মানালি ও নাইজেলের রসায়ন।
শ্যুটিংয়ের বাইরেও কিন্তু নাইজেলের সঙ্গে মানালির রসায়নটা কিন্তু মন্দ নয়। শ্যুটিংয়ের ফাঁকে সারাদিন খুনসুটি করেই সময় কেটেছে নাইজেল-মানালির। 'গোত্র' কস্টিউম ডিজাইনারের অভিযোগ, নাইজেল নাকি তাকে মারধর করে। আর তাকে মারধর নিয়ে মানালি নাইজেলকে প্রশ্ন করতে গেলেই বাঁধে যত গণ্ডোগোল। সারাদিন নাকি একে অপরের সঙ্গে খুনসুটি করেই দিন কাটে নাইজেল-মানালির। এমনটাই জানাচ্ছেন 'গোত্র'র মুক্তিদেবী অর্থাৎ অভিনেত্রী অনুসূয়া মজুমদারের।
অনুসূয়া জানান, নাইজেল-মানালির মাঝে পড়ে মহা বিপদে পড়ে যান তিনি। মানালি নাইজেলের এই কাণ্ডকারখানা বেশ পছন্দই করে বলে তার ধারনা। বিষয়টা মন্দ লাগে না নাইজেলেরও।