ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


পড়া মনে রাখার পাঁচটি বৈজ্ঞানিক উপায়


১৪ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৫৫

ছবি প্রতিকী

লেখাপড়া বেশিক্ষণ মনে রাখতে পারেন না? কোন পড়া সহজে মুখস্থ হতে চায় না, কিংবা কঠিন কিছু বারবার চেষ্টা করেও শিখতে পারেন না? যতই চেষ্টা করুন না কেন, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যান? আপনার সমস্ত সমস্যার সমাধান পেতে পারেন এই ভিডিওটিতে। জেনে নিন খুব সহজে কোন কিছু শিখে ফেলার দারুণ কার্যকরী ও বৈজ্ঞানিক ৫টি কৌশল। কেবল লেখাপড়া নয়, অন্য যে কোন কিছু শিখতেও কাজে আসবে।

ভিডিওটি তৈরী করা হয়েছে সহজ সল্যুশন নামের একটি নামকরা ইউটিউব চ্যানেল থেকে। হাজার হাজার মানূষ এই ভিডিওটি দেখে উপকার পেয়েছে। চাইলে আপনিও দেখেনিতে পারেন ভিডিওটি।