ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


মিরপুরে ট্রাকচাপায় কিশোর নিহত


১৮ মে ২০১৯ ২২:৩১

রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরের নাম আব্দুল্লাহ (১৮)। নিহত কিশোরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।

গতকাল শুক্রবার (১৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, মরদেহ এখন মর্গে রাখা আছে।

নতুনসময়/আইকে