বাগেরহাটে বাস নিয়ন্ত্রন হারিয়ে নিহত ৬, আহত ১৫

বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পথচারীসহ ৬ জন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ শনিবার (১৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়সূত্রে জানা গেছে, কাকডাঙ্গা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কের কাছে বাসের চাকার বিস্ফোরণ ঘটে। এই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে চালক, পথচারীসহ মারা যায় ৩জন। এরপর গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় আরও ৩জন মারা যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। সেই সাথে নিহত আহতদের সনাক্তের কাজ করছে পুলিশ।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকে জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আমরা ঘটনা শুনেছি। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
নতুনসময়/আল-এম/এনএইচ