ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঝড়ের তাণ্ডবে পড়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু


১৮ মে ২০১৯ ০৬:৪৬

ঝড়ের তাণ্ডবে পড়ে রাজশাহীর বানেশ্বরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান সরকারের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঝড়ের সময় তিনি বানেশ্বর বাজারের একটি মুড়ির মিলে ছিলেন। পরে ঝড় শুরু হলে একটি ইট এসে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান, সাবেক ইউপি চেয়ারম্যান সোবহানের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।


নতুনসময়/এনএইচ