ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঝড়ের কারনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ


১৮ মে ২০১৯ ০৬:১৮

ঝড়ে গাছ ভেঙ্গে রাস্তার উপর পড়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা থেকে টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, সড়ক থেকে গাছটি সরানোর চেষ্টা চলছে।

এদিকে, মধুপুর পৌর শহরের কাজীবাড়ি এলাকায় বজ্রপাতে মাসহ দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- মা দিলরুবা, ছেলে সাকিব (১০) ও রাকিব (১২)। তাদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


নতুনসময়/এনএইচ