ঋণ পরিশোধ করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা!

ঋণের পরিশোধ করতে না পেরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে রশিদ মোল্যা (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন তিনি।
নিহত রশিদ মোল্যা বালিয়াকান্দি সদর ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি গ্রামের মৃত ছানু মোল্যার ছেলে।
বালিয়াকান্দি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তাছির উদ্দিন মোল্যা বলেন, রোগ থেকে পরিত্রাণ আর সংসারে স্বচ্ছলতা ফেরাতে বিভিন্ন এনজিও থেকে ধার করে দেনাগ্রস্ত হয়ে রশিদ মোল্যা নিজবাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার বলেন, রশিদ মোল্যা নামে এক বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, রশিদ মোল্যার আত্মহত্যার বিষয়ে তার পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নতুনসময়/আইকে