ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


খাগড়াছড়িতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


১৭ মে ২০১৯ ২১:৪৬

নতুনসময় ছবি

খাগড়াছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শুক্রবার সকালে নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দিবসটি পালন করা হয়।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা করে। এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, যুব ও ক্রীড়া সম্পাদক মংশেইপ্রæ চৌধুরী অপু, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা,সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকন্বের ত্রিপুরা,সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম,শ্রমিকলীগ নেতা নুর নবী প্রমূখ।

পরে বক্তরা আলোচনা সভায় প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা ও স্বদেশ প্রত্যাবর্তনের কথা তুলে ধরে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।’

নতুনসময়/আল-এম,