যেখানেই সমস্যা হবে সেখানেই মুভ করবে ‘হোন্ডা মোবাইল’

মানুষকে পুলিশের সেবা তাৎক্ষণিকসেবা পৌঁছে দিতে ‘হোন্ডা মোবাইল’ নামে এক বিশেষ সেবার উদ্বোধন করে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নগরীর প্রতিটি এলাকাসহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সদর, সাইনবোর্ডসহ সব জায়গাতেই হোন্ডা মোবাইল যাবে। যেখানেই সমস্যা হবে ওরা সেখানেই মুভ করবে। যেখানেই যানজট হবে ওরা সেখানেই দ্রুত পৌছাবে এবং ব্যবস্থা নেবে। আজ থেকেই তারা কাজ শুরু করবে। সাধারণ মানুষকে স্বস্তি দেয়াটাই আমাদের মূল কাজ।
বৃহস্পতিবার (১৬ মে) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মাহে রমজান, বৌদ্ধ পূর্ণিমা ও ঈদকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এনিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
এসপি হারুন বলেন, কেউ যদি বিপদে পড়ে, যানজটে পড়ে, ছিনতাইকারীর কবলে পড়ে তাহলে তাঁরা ‘হোন্ডা মোবাইল’ কে খবর দিলেই তাঁরা দ্রুত সেখানে গিয়ে পৌছাবে। মানুষের ভালোভাবে যাতায়াতের জন্য যা যা করা দরকার আমরা তাই করবো। কেউ রাস্তা রোধ করে সিএনজি স্ট্যান্ড ও দোকান চালাবে আমরা তা হতে দেইনি। আর হতে দিবোও না।
নতুনসময়/আইকে