সড়কে ধান ফেলে কৃষকের প্রতিবাদ

ধানের ন্যায্য মূল্য প্রদান কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর মাহিগজ্ঞ সাতমাথা এলাকায় রংপুর- কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে ধান ফেলে বিক্ষোভ করেছে কৃষকরা।
কৃষক সংগ্রাম পরিষদের আহবানে বিক্ষোভে বিপুল সংখ্যক কৃষক অংশ নেয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক নেতা পলাশ কান্তি নাগ, কৃষক সাহেব আলী, সরোয়ার হোসেনসহ অন্যান্যরা।
কৃষকরা অভিযোগ করেছে, এক মণ ধান ফলন করতে কমপক্ষে ৭ থেকে ৮ শ টাকা খরচ হয়। সেখানে বাজারে এখন প্রতিমন ধান ৪০০ টাকা দরে বিক্রয় হচ্ছে। তারপরও খদ্দের মিলছে না।
অন্যদিকে সরকার ধান চাল কেনার কথা বললেও এখন পর্যন্ত রংপুরে কোন ধান কেনা শুরু করে নাই। এমনি অবস্থায় কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। সে কারণে তারা আন্দোলনে নেমেছে। পরে কৃষকরা তাদের উৎপাদিত ধান মহাসড়কে ফেলে দিয়ে বিক্ষোভ করে।
নতুনসময়/এনএইচ