স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সাভারে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গতকাল সোমবার দুপুরে সাভারের গেন্ডা এলাকায় জনৈক স্বপন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির নাম আলম মিয়া (৬৫)। তার বাড়ি গাইবান্ধা সদর থানার আধাকৃষ্ণ গ্রামে। তিনি সাভারের টিয়াবাড়ি এলাকায় আইয়ুব মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়। গেল নয়দিন আগে সে সাভারের গেন্ডা এলাকায় তার ভাই শাহীন মিয়ার ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন নিরাপত্তাকর্মী ছামছুল মিয়া ও ছাত্রীকে একা পেয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ধর্ষক আলম মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নতুনসময়/এনএইচ