ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


কক্সবাজারে 'বন্ধুকযুদ্ধে' দুই রোহিঙ্গাসহ নিহত ৩


১৪ মে ২০১৯ ২১:৩৭

কক্সবাজার ও টেকনাফে পৃথক দুই‘বন্দুকযুদ্ধের’ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ এলাকায় সোমবার (১৩ মে) দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মানবপাচারকারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ ও উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রহিম আলীর ছেলে আব্দুস সালাম।

এ ঘটনায় টেকনাফ থানার এএসআই জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, খাইরুল ও মানিক মিয়া আহত হয়েছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, শামলাপুর মেরিন ড্রাইভ এলাকায় একদল মানবপাচারকারী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আজিম ও সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে কক্সবাজার শহরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সৈয়দুল মোস্তফা ভুলু নামে একজন নিহত হয়েছে। জানা গেছে, ভুলু শহরের শীর্ষ ইয়াবা কারবারি।


নতুনসময়/এনএইচ