ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


৩ সন্তানের জননীকে গনধর্ষণ!


১৪ মে ২০১৯ ২১:২২

তিন সন্তানের জননী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ঠাকুরগাঁওয়ে রবিবার (১২ মে) গভীর রাতে সদর উপজেলা বড়গাও ইউনিয়নের কিসমত চামেশ্বরী জাগির পাড়ায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৩ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত নারীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

ক্ষতিগ্রস্ত ধর্ষণের শিকার ওই নারী জানান, তার স্বামী ও সে নিজেও অন্যের বাসায় দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। রবিবার দুপুরে তার স্বামী কাওসার আলী দিনমজুরের কাজে টাঙ্গাইল চলে যায়। প্রতিদিনের মতো সে মাঠে কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফিরে আসে। বাসায় আসার পর রাতে রান্না করে খাওয়া শেষে তিন সন্তান সহ ঘুমিয়ে পড়ে। পরে মধ্যরাতে একই গ্রামের হারুনুর রশীদ, শাহীন, ময়নুল ও ফখরুল ইসলাম কৌশলে ঘরের দরজা খুলে তার হাত, মুখ বেঁধে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় সে অচেতন হয়ে পড়লে আর কিছুই বলতে পারেন নি তিনি।

সোমবার সকালে নির্যাতিতা ওই নারীর ১১ বছর বয়সী বড় ছেলে লিটন তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে দুপুরে তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা ও ধর্ষণের নমূনা সংগ্রহ করেছেন চিকিৎসকরা।

এ বিষয়ে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, খবর পাওয়ার পর তারা হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর বক্তব্য সংগ্রহ করেছেন। লিখিত অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


নতুনসময়/এনএইচ