ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


স্বামীর সাথে ঝগড়া, কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর


১৩ মে ২০১৯ ০৩:৫০

রাজধানীর মুগদা থানা দিন মানিক নগর বালুর মাঠ এলাকায় চুমকি(২৫) নামে এক গৃহবধূ স্বামীর সাথে পারিবারিক কলহে নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি চিকিৎসাধীন রয়েছে। রবিবার সকাল১০টায় মানিক নগর বালুর মাঠ বস্তিতে ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দুপর১২টায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন চুমকি স্বামী হাসান তিনি জানান তারা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন।

হাসান জানান ৮বছর আগে আমার সঙ্গে বিয়ে হয় চুমকির আগেরও ৩টি স্বামী ছিল এখনো সে রাস্তায় রাস্তায় খারাপ কাজ করতে চায় সেটাতে বারণ করায় তার সঙ্গে সকালে ঝগড়া হয়। সকালে আমি বাসায় বাইরে পানি আনতে গেলে এসে দেখি সে নিজের গায়ে আগুন দিয়েছে পরে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি

চিকিৎসকের বরাদ দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান,চুমকির শরিরে ৮৫শতাংশ
পুড়ে গেছে তার অবস্হা অাশংঙ্খা জনক।

বর্তমানে মানিক নগর বালুর মাঠ এলাকায় বস্তিতে স্বামির সাথে ভারা বাসায় থাকে।

নতুনসময়/মুস্তাফিজ/আইকে