হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্মরণ সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র ৩য় মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা ১১ মে শনিবার অপরাহ্নে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরশহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র কৃতি সন্তান স্থানীয় সাংসদ জুয়েল আরেং,উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন। এছাড়াও উপজেলার ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বিপ্লব,গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন,বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।