ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


কিশোরগঞ্জে তেলবাহী ট্রাক বিষ্ফোরণে দগ্ধ-৩


১২ মে ২০১৯ ০৭:৪৮

নতুনসময় ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় মাহাতির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে উইল লোডার, তেলবাহী ট্রাক বিস্ফোরণে ওয়ার্কসপ শ্রমিক লোডার শ্রমিক ও এক কিশোরসহ ৩জন দগ্ধ হয়েছে।

শনিবার সকাল ১০টার দেক এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন, ইয়াকিম (২৬) লোডার শ্রমিক। শফিউল বাশার(২৭) লেদ মেশিন শ্রমিক ওপার্টনার, সালমান(১৫)পথচারী কিশোর।

মাহাতির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হোসাইন আহম্মেদ নতুনসময়কে জানান, আরবিএন কনস্ট্রাকশন কোম্পানির একটি তেলবাহী লরিকে পানির লড়ি হিসাবে রূপান্তর করার জন্য ওয়ার্কশপে দুই তিন ধরে মেরামত কাজ চলছিল। তেলবাহী ট্রা কে পানির লড়ি রূপান্তর করার সময় লড়িতে প্লাস্টিকের ঝরনা লাগানোর সময় ম্যাচ জালাতেই লড়িটি বিস্ফোরিত হযয়ে এতে এরা দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসার জন্য পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, শফিউল বাশার ৯৫শতাংশ, ইয়াকিম  ২৫শতাংশ, সালমান  ৯০শতাংশ দগ্ধ হয়েছে। ৩জনের অবস্থাই আশংক্ষা জনক।উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।’ৎ

নতুনসময়/আল-এম,