ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঈদে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়কে জেলা প্রশাসক


১২ মে ২০১৯ ০৭:৪০

নতুনসময় ছবি

আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ও জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে ছুটির দিনেও খরতাপ উপেক্ষা করে সড়কে সড়কে ঘুরে বেড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।শনিবার দুপুরে তিনি নাটোর-বগুড়া সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন।

এর আগেও তিনি নাটোর-পাবনা, নাটোর-সিরাজগঞ্জ মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন। শনিবার নাটোর বগুড়া মহাসড়কের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন সিংড়া উপজেলা নিবার্হী অফিসার সুশান্ত কুমার মাহাতো। পরিদর্শন কালে তিনি দ্রুত গতিতে রাস্তার সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন। তিনি আরো জানান, ২০ রমজানের পূর্বেই রাস্তার সমস্ত কাজ শেষ করে জনগণের নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে হবে।’

নতুনসময়/আল-এম,