ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


খুলনায় ‌শিশু চোর সন্দেহে রো‌হিঙ্গা বৃদ্ধকে পিটিয়ে হত্যা


১১ মে ২০১৯ ২৩:৩৯

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের কাঠালিয়া বাজারে শিশু চোর স‌ন্দে‌হে ৬০ বছরের এক রো‌হিঙ্গা বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার ‌অভিযোগ পাওয়া গে‌ছে। নিহত বৃদ্ধ ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-সাহস ঘোষগাতি গ্রামের মেহেদী মোড়ল (৩০) ও কাঠালিয়া বাজারের খোকন ম-লের ছেলে মধুসূদন মন্ডল (২৯)। শ‌নিবার সকা‌লে তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব বলেন, সম্প্রতি রোহিঙ্গা ও শিশু চোর বিষয়ে এই অঞ্চলে ব্যাপক অপপ্রচার শুরু হয়েছে। বেশ কয়েটি স্থানে মারপিট ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত রাতে নিহত বৃদ্ধ এলাকায় ঘোরাফেরা করার সময় তাকে কতিপয় যুবক সন্দেহ করে পিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।