ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ভোলায় কর্ণফুলী-১৩ লঞ্চের ধাক্কায় পল্টনসহ অর্ধশতাধিক আহত


১১ মে ২০১৯ ০৮:৫০

নতুনসময় ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাটে কর্ণফুলী-১৩ নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে ধাক্কা দেয় এসময় টার্মিনালে থাকা অর্ধশতাাধক যাত্রী গুরুতর আহত হয়েছে। এবং অনেক যাত্রী নিখোঁজও রয়েছেন বলে জানা যায়।

এঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠিয়েছেন।

লঞ্চের ধাক্কায় নিখোজঁদের উদ্ধারের চেষ্টা ফায়ার সার্ভিস কর্মীদের।

স্থানীয়রা জানায়, ঘাটে একাধিক লঞ্চ থাকায় শুক্রবার সন্ধ্যায় ০৭.৩০ মিনিটে যাত্রী নেওয়ার দৌড় ঝাপে এগিয়ে ছিলো এমভি কর্নফূলী-১৩ লঞ্চটি, দ্রুত গতিতে হাকিমুদ্দিন টার্মিনালে এসে আঘাত করে। এতে টার্মিনালে দাড়িয়ে থাকা প্রায় শতাধিক যাত্রী এই দুর্ঘটনার শিকার হয়।

প্রথমে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে বোরহান উদ্দিন ও ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নতুনসময়/আল-এম,