ভোলায় কর্ণফুলী-১৩ লঞ্চের ধাক্কায় পল্টনসহ অর্ধশতাধিক আহত

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাটে কর্ণফুলী-১৩ নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে ধাক্কা দেয় এসময় টার্মিনালে থাকা অর্ধশতাাধক যাত্রী গুরুতর আহত হয়েছে। এবং অনেক যাত্রী নিখোঁজও রয়েছেন বলে জানা যায়।
এঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে স্থানীয় বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠিয়েছেন।
স্থানীয়রা জানায়, ঘাটে একাধিক লঞ্চ থাকায় শুক্রবার সন্ধ্যায় ০৭.৩০ মিনিটে যাত্রী নেওয়ার দৌড় ঝাপে এগিয়ে ছিলো এমভি কর্নফূলী-১৩ লঞ্চটি, দ্রুত গতিতে হাকিমুদ্দিন টার্মিনালে এসে আঘাত করে। এতে টার্মিনালে দাড়িয়ে থাকা প্রায় শতাধিক যাত্রী এই দুর্ঘটনার শিকার হয়।
প্রথমে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে বোরহান উদ্দিন ও ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নতুনসময়/আল-এম,