নবদম্পতি নদীতে গোসল করতে গিয়ে স্বামীর মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে জনি মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও ডুবরি দল সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৭টায় পরানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, জনি ওই গ্রামের সাবু মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরানপুর গ্রামের সদ্য বিবাহিত জনি মোল্লা ও তার স্ত্রী মিতু বেগম সকালে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যায়। প্রথমে স্ত্রী গোসল করে উপরে ওঠে আসে। এরপর জনি নদীর পানিতে ডুব দেয়। এক ডুবের পর দ্বিতীয় ডুব দিয়ে জনি আর উপরে না উঠায় স্ত্রী চিৎকার চেচামেচি শুরু করে।
এলাকাবাসী নদীতে নেমে খোঁজা খুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস খুলনা ডুবরি দলকে খবর দিলে তারা এসে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশটি উদ্ধার করে।
প্রসঙ্গত, জনি ৪ মাস আগে মিতুকে বিয়ে করে।
নতুনসময়/এনএইচ