ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বেনাপোলে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক


৯ মে ২০১৯ ২২:১৩

যশোরের বেনাপোলে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা।
বুধবার ভোর রাতে বেনাপোল পোড়াবাড়ি গ্রাম থেকে মুক্তার হোসেন (৩৫) সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে। আটক মুক্তার হোসেন নারাণপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এএসআই) রিপন দাস ও (এএসআই) আলমগীর হোসেন বেনাপোল পোঁড়াবাড়ি নারাণপুর গ্রামে অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী মুক্তার হোসেনকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন সে গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি।

আটক মুক্তার হোসেনকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।