ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বিড়ির উপর কর কমানোর দাবিতে আন্দোলন


৯ মে ২০১৯ ০২:৫১

বিড়ির উপর কর কমানোর দাবিতে ভোক্তা শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। গত কয়েকদিনে দেশের শতাধিক স্থানে ভোক্তা অধিকার ব্যানারে এসব আন্দোলন অনুষ্ঠিত হয়।

এসময় তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে অর্থমন্ত্রী ও এনবিআরকে কয়েক দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।

সূত্রে মতে, সিলেট, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, নেত্রকোনা, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজার, সাভারসহ শতাধিক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ভোক্তা অধিকার রক্ষার লক্ষ্যে ভোক্তা পক্ষের গরীব ও মেহনতি মানুষের বিড়িতে ট্যাক্স কমানোর দাবী জানান।
এছাড়াও অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে কয়েকদফা দাবি সম্বলিত স্বারক লিপি প্রদান করেন। দাবি সমূহ হলো-
১. বিড়ির উপর অর্পিত সকল কর প্রত্যাহার করা।
২. ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা।
৩. বিদেশি সিগারেট বাংলাদেশে বন্ধ করা।
৪. বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করা।
৫. বিড়ি যেন কম মূল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বজায় রাখা।
৬. বাংলাদেশে সিগারেট যত দিন থাকবে, বিড়ি শিল্প তত দিন থাকবে।
৭. প্রতি বছর বাজেটে বিড়ি সিগারেটের কর বৈষম্য দূর করতে হবে।

নতুনসময়/আইকে