টেকনাফে র্যাবের অভিযানে অস্ত্রসহ ২ ডাকাত আটক

টেকনাফে র্যাব সদস্যরা মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরী অস্ত্রসহ চিহ্নিত দুই ডাকাতকে আটক করেছে। এই ঘটনায় আরো ৩ জনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্রে জানা যায়, ৭ মে মঙ্গলবার ভোররাতে কক্সবাজার র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প শাখার দায়িত্ব প্রাপ্ত কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে র্যাবের একটি চৌকষ দল টেকনাফ সদর ইউনিয়ন দরগাহ ছড়া মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় র্যাব সদস্যরা ডাকাত দলকে ধাওয়া করে।
পরে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার ছৈয়দ হোছনের পুত্র দেলোয়ার হোসন (২৫) ও নুর মোহাম্মদের পুত্র জসিম উদ্দিন (১৯) কে আটক করতে সক্ষম হয়েছে।
এরপর আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার মোঃ হাসানের পুত্র মোঃ কামাল হোছন (২০), আমির হোসেনের পুত্র মোঃ রুবেল হোসেন (২২) ও বদুরানের পুত্র মোঃ ফারুক (২১) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
নতুনসময়/টিএইচ/এসআই