প্রাইভেটকার চাপায় মা-মেয়ে নিহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া এলাকায় প্রাইভেটকার চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে।
সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে মাওয়া-কবুতরখোলা সড়কে পদ্মা সেতুর যশলদিয়া পুনর্বাসন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- মা পারভীন বেগম (৩৫) ও মেয়ে সামিয়া বেগম (০৩)। নিহত পারভীন বেগম উপজেলার দক্ষিন মেদেনীমন্ডল এলাকার মিজান হাওলাদারের স্ত্রী।
লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, উপজেলার মাওয়া-কবুতরখোলা সড়কে দ্রুত গতির একটি প্রাইভেটকার মা ও মেয়েকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বেলা সাড়ে ১১ টার দিকে মেয়ে সামিয়াকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় মা পারভীনকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মা পারভীন মারা যান।
স্থানীয়রা দাবি করেন, মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন খানের ছেলে ফাহাত খান প্রাইভেটকার চালাচ্ছিলেন। বেপরোয়া গতিতে চালানোর সময় মা ও মেয়েকে চাপা দিয়ে পালিয়ে যায়।
নতুনসময়/আইকে