ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


স্ত্রীকে বাঁচাতে গিয়ে দগ্ধ হলেন স্বামী


৭ মে ২০১৯ ০৩:৫৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জেনারেটর বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক নারী। তাকে উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন স্বামীও। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

সোমবার (০৬ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মুফতি আব্দুল হাই (৫৫) ও তার স্ত্রী মারুফা আক্তার (৪৪)। তারা মুন্সিগঞ্জের লৌহজং বর্ণপড়া গ্রামের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকার বাসিন্দা। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। মুফতি আব্দুল হাই স্থানীয় একটি মসজিদের ইমাম ও খতিব।

দগ্ধ দম্পতির বড় ছেলে মেজবাহ উদ্দিন বলেন, মা রান্নাঘরে থাকা জেনারেটরে তেল ভরে সেটা চালু করার সময় বিস্ফোরণে দগ্ধ হন। চিৎকার শুনে বাবা মাকে বাঁচাতে গিয়ে তিনিও দগ্ধ হন।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে দগ্ধ দম্পতিকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, দগ্ধ স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। দু’জনেরই শরীরের ৮৪ শতাংশ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।


নতুনসময়/এনএইচ