যমুনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করা লাশ যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, আজ সোমবার সকালে বেলা পৌনে ১১টার দিকে সয়দাবাদ ইউয়িনের চর গাছাবাড়ি এলাকায় যমুনা নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বেলা আনুমানিক পৌনে ১১টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানালেও পুলিশ তার নাম-পরিচয় জানাতে পারেনি। তাকে কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
নতুনসময়/রাজিব/আইকে