ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বেনাপোল পুটখালী সীমান্তে ফেন্সিডিল ও বাজি সহ আটক-৩


৭ মে ২০১৯ ০০:৪৭

নতুন সময়

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী ও দৌলতপুর ক্যাম্পের সদস্যরা সোমবার ভোর রাতে সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৯৫ বোতল ফেন্সিডিল ও ৭০০ প্যাকেট ভারতীয় আতশ বাজিসহ মোঃ বুদু (২০), মোঃ আরিফুল ইসলাম (৩৩)ও মোঃ ইয়াকুব আলী (৩৫)নামে ৩ জনকে আটক করেছে।

২১ বিজিবির অধিনায়ক লে,কর্ণেল ইমরান উল্ল্যাহ সরকার জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর মাঠের মধ্যে টহলে গমন করলে ০৬ মে ২০১৯ তারিখ রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় তিনজন চোরাকারবারীকে দেখতে পায়।

বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল মোঃ বুদু (২০)কে ২০১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয় এবং অন্য দুইজন পালিয়ে যায়।

দৌলতপুর বিওপি’র একটি টহল দল দৌলতপুর সরদার পাড়া জনৈক বজলু মিয়া এর পুকুর পাড় হতে ০৬ মে ২০১৯ তারিখ রাত ০৪:৩০ ঘটিকায় মোঃ আরিফুল ইসলাম (৩৩) ও মোঃ ইয়াকুব আলী (৩৫) কে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭০০ প্যাকেট ভারতীয় আতশ বাজিসহ আটক করে।

এছাড়াও পুটখালী বিওপির অন্য একটি টহল দল পুটখালী উত্তর পাড়া গ্রামস্থ আম বাগানের মধ্য হতে ০৬ মে ২০১৯ তারিখ রাত ০৩:০০ ঘটিকায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য দ্রব্যসামগ্রীর সর্বমোট মূল্যমান- ২,৫৮,০০০/- (দুই লক্ষ আটান্ন হাজার)। আটককৃত আসামী, মাদকদ্রব্য ও আতশ বাজি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


নতুনসময়/এএইচ/এসআই